Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের পটভূমি

সুজলা-সুফলা, শস্য-শ্যামলা অপরুপ এই বাংলার অপার মহিমায় লালিত নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রায় ৫০ হাজার লোকের আবাস ভুমি আমাদের এই নারায়নপুর ইউনিয়ন পরিষদ এলাকা। যার বুকে চিরায়ত অম্লান স্মৃতি নিয়ে শুয়ে আছেন আ: হামিদ এম এস সি সাহেব, চেয়ারম্যান আ:লতিফ ভূইয়া সাহেব, কমরেড সামসুল হক চেয়ারম্যান সাহেব, তালেব হোসেন সরকার, শুয়ে আছেন অনেক পির ফকির সাধুরা, যাদের আত্নার পদচারনায় আমাদের ইউনিয়ন মাটি গর্বিত। এখানকারউৎপাদিতসবজি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এখানকার মাটিতে ধান, পাট, আখ, সকল সবজি, উৎপাদিত হচ্ছে। সকল ধরনের গাছপালা এখানে আছে। এখানকার আবহাওয়া নির্মল ও স্বাস্থকর । এখানে আছে আর ও অনেক প্রাকৃতিক সম্পদ খাল -বিল , নদী-নালা ইত্যাদি। এই ইউনিয়নে হিন্দু মুসলমান একেত্রে বাস করে উভয় ধর্মের লোকজন একসাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন আচার -অনুষ্ঠান পালন করছে। এখানকার মানুষজন অত্যন্ত কোমল হৃদয়ের এবং অতিথী পরায়ণ। এক কথায় নারায়ণপুর ইউনিয়ণ পরিষদের মাটি স্বর্গীয়লীলাভূমী।