Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নারায়ণপুর ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন।। বসত বাড়ির ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়নের উন্নয়নে সহায়তা করুন।। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা ফসলী জমি অনাবাদী থাকবে না।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান।।


এক নজরে নারায়ণপুর ইউনিয়ন

এক নজরে নারায়ণপুর ইউনিয়ন:

সুজলা-সুফলা, শস্য-শ্যামলা অপরুপ এই বাংলার অপার মহিমায় লালিত নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রায় ৫০ হাজার লোকের আবাস ভুমি আমাদের এই নারায়নপুর ইউনিয়ন পরিষদ এলাকা। যার বুকে চিরায়ত অম্লান স্মৃতি নিয়ে শুয়ে আছেন আ: হামিদ এম এস সি সাহেব, চেয়ারম্যান আ:লতিফ ভূইয়া সাহেব, কমরেড সামসুল হক চেয়ারম্যান সাহেব, তালেব হোসেন সরকার, শুয়ে আছেন অনেক পির ফকির সাধুরা, যাদের আত্নার পদচারনায় আমাদের ইউনিয়ন মাটি গর্বিত। এখানকারউৎপাদিতসবজি পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এখানকার মাটিতে ধান, পাট, আখ, সকল সবজি, উৎপাদিত হচ্ছে। সকল ধরনের গাছপালা এখানে আছে। এখানকার আবহাওয়া নির্মল ও স্বাস্থকর । এখানে আছে আর ও অনেক প্রাকৃতিক সম্পদ খাল -বিল , নদী-নালা ইত্যাদি। এই ইউনিয়নে হিন্দু মুসলমান একেত্রে বাস করে উভয় ধর্মের লোকজন একসাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিভিন্ন আচার -অনুষ্ঠান পালন করছে। এখানকার মানুষজন অত্যন্ত কোমল হৃদয়ের এবং অতিথী পরায়ণ। এক কথায় নারায়ণপুর ইউনিয়ণ পরিষদের মাটি স্বর্গীয়লীলাভূমী।

ক) নাম – নারায়ণপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৫.৭৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৪১,৯০০ জন , মহিলা-২০,৫৫৫,পুরুষ-২১,৩৪৫ (প্রায়) । পরিবার সংখ্যা ৮,১৭০ টি ।

১.ধনী খানা-২৪২টি ২.মধ্যবিত্ত খানা-১,৬৬৭টি ৩.দরিদ্র খানা-৪,৫৫৫টি ৫.হতদরিদ্র খানা-১,৭০৬টি ৬.ক্লাস্টার সংখ্যা-২৮৫টি ৭.সামাজিক মানচিত্র সংখ্যা-২৮৫টি ৮.কমিউনিটি কর্ম পরিকল্পনা সংখ্যা-২৮৫টি ৯.ক্লাস্টার উন্নয়ন কমিটি ২৮৫টি ১০.৫বছরের কম শিশু মায়ের সংখ্যা ৩,০১০টি ১১.৫বছরের কম শিশু মায়ের সংখ্যা ১৩৯টি ১২.প্রতিবন্ধী সংখ্যা ২০৯টি ১৩.স্বাস্হ্য সম্মত একক লেট্রিন -৬,৩২৫টি ১৪. স্বাস্হ্য সম্মত যৌথ লেট্রিন-১,০৬৩ ১৫.অস্বাস্হ্যকর লেট্রিনের সংখ্যা-৫৫০টি ১৬.খোলা স্হানে মল ত্যাগ ২৩২টি ১৭.মোট নল কূপের সংখ্যা-৬,২৮১টি ১৮.প্লাট ফর্মসমহ নলকূপের সংখ্যা-২,২৮২টি ১৯.প্লাট ফর্মসবিহীন নলকূপের সংখ্যা-৩,৯৯৯টি ২০.প্রাবি এ লেট্রিন ও নল কূপ নির্মান -২টি ২১.প্রাবি এ লেট্রিন ও নল কূপ মেরামত -০টি

ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা -২ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৫৯%।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

    বেসরকারী প্রাথমিক বিদ্যালয় -১টি ,

    কিন্ডারগার্টেন               - ৮ টি ,

    কমিউনিটি  প্রাঃ বিদ্যালয়- ০৪ টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৫ টি,

    মহাবিদ্যালয়   - ১টি ,

    মাদ্রাসা- ৩টি,

    এতিমখানা - ২টি ,

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আবু তারেক মো : আ: আল হোসাইন ভূইয়া

ঞ)  ধর্মীয় স্থান-

     ১. মসজিদ - ১২৭টি ।

     ২. মহিলা মসজিদ - ১টি ।

     ৩. মন্দির - ৬টি ।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – গোবিন্দপুর শাহপাড়া জমিদার বাড়ী ও জমিদার কর্তৃক নির্মিত ৩টি মঠ ।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০১০ ইংসাল ।নতুন ভবন উদ্বোধন -০৪-১২-২০১০ইং ।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২৩/০৭/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ২৪/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৩/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

               ১. লক্ষিপুর   ২. দুলালকান্দী    ৩. ভাটেরচর    ৪. মরিচাকান্দা   ৫. রহিমেরকান্দী ৬. খামারেরচর  ৭.কুকুরমারা    ৮. হোসেননগর   ৯. আমতলী  ১০.দড়িকান্দি  ১১. জঙ্গুয়া  ১২. পুটিমারা   ১৩. বটিবন্দ  ১৪. নোয়াকান্দি ১৫. পাতিলাধুয়া            ১৬. জালালাবাদ  ১৭. গোবিন্দপুর  ১৮ . কাঙ্গালিয়া ১৯. নারায়ণপুর  ।   

            

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।

 

ত)মহাসড়ক  ---৮ কি:মি: ,পাকা সড়ক -  ৪২ কি:মি : , কাচা সড়ক -৪২ কি:মি:

থ) বিল     --- ৫ টি , ১. ভাটেরচর বড় বিল

                        ২. কুকুরমারা কানাগজারিয়া বিল

                        ৩. নারায়ণপুর চিন্তার বিল

                        ৪. লক্ষিপুর বাইশপাতাল বিল

                        ৫. ভাটেরচর মিরকী বিল

দ) খাল    ---- ৩ টি ,১. কাঙ্গালিয়া কুরের খাল

                        ২. খামারেরচর খাল

                        ৩. লক্ষিপুর কুকুরমারা চুনাইখালী খাল ।

ধ) নদী  ----  ১টি ,  পুরাতন ব্রহ্মপুত্র শাখা ।

ন) মাজার শরীফ -  ১৩ টি  ,

                      ১.লক্ষিপুর নুরু ফকিরের মাজার   ২. দুলালকান্দী হোসেনশাহ মাজার ৩.ভাটেরচর চান মিয়া পাগলার মাজার

                      ৪. ভাটেরচর মধু পাগলার মাজার  ৫. ভাটেরচর ধনু পাগলার মাজার ৬.মরিচাকান্দা মালাগাজির মাজার

                      ৭.ভাটেরচর সাধু বাড়ির মাজার    ৮.ভাটেরচর আ:লতিফ ভূইয়ার মাজার 

                      ৯.ভাটেরচর তালেব হোসেন সরকারের মাজার  ১০.রহিমার কান্দী অলফত নুরীর মাজার 

                     ১১.রহিমার কান্দী ধনু ফকিরের মাজার   ১২.হোসেননগর ফয়জউদ্দিন হাজীর মাজার

                      ১৩.হোসেননগর আফসার উদ্দিন ফকিরের মাজার  ১৪.হোনেননগর জরিপ হোসেন মৌলবীর মাজার

                      ১৫.হাজী দরবেশ আলী মাজার জঙ্গুয়া