Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নারায়ণপুর ইউনিয়ন পরিষদে আপনাকে স্বাগতম।। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে বিনা ফি’তে নিবন্ধন করুন।। বসত বাড়ির ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়নের উন্নয়নে সহায়তা করুন।। মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা ফসলী জমি অনাবাদী থাকবে না।। গাছ লাগান পরিবেশ বাঁচান।। দু’টি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়।। আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠান।।


ছবি
শিরোনাম
বলরাম শাহ দীঘি ও শত বছরের পুরাতন মঠ
বিস্তারিত

১.বলরামশাহ দীঘি:বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত এই বলরাম দিঘী।বলরাম শাহ ছিলেন গোবিন্দপুর গ্রামের জমিদার। তিনি প্রায় ২১০ শতাংশ জমির উপর এই দিঘী খনন করেন।এই দিঘী খনন করে তার থেকে মাটি দিয়ে তৈরি করেন ইট এবং সেই ইট দিয়েই তৈরি হয় এই ঐতিহ্যবাহী বলরাম কুটির।কিন্তু কালের আবর্তনে এই দিঘীর আয়তন আজ কমে গেছে।

২. শত বছরের পুরাতন মঠ:এই মঠ দুটি বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবস্থিত। দুটি মঠের মধ্যে একটি হচ্চে জমিদার বলরাম শাহ এবং অন্যটি জমিদারের ছেলে তারিনী শাহ এর।দুটি মঠেই সিরামিকের কারুকার্য আছে এবং উপরের অংশে পিতলের কলস দিয়ে সাজানো হয়েছে। এই মঠ দুটি তৈরি করতে অনেক টাকা ব্যায় হয়। কিন্তু বলরাম শাহ এর অন্য ছেলেদের উপর আর মঠ তৈরি হয় নি।এই মঠ দুটি শত বছরের পুরাতন।